বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদারসহ ২ জনকে আটকের অভিযোগ

Ruhul Kuddus Talukder Dulu
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রাজধানীর পৃথক দুটি স্থান থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।

তিনি বলেন, 'রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পুলিশ তার গুলশানের বাসা থেকে এবং তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করেছে।'

শায়রুল আরও বলেন, 'রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের আশে পাশের এলাকায় পুলিশ তল্লাশি চালিয়েছে।'

Comments

The Daily Star  | English

Four killed in Faridpur as train hits microbus on level crossing

The accident occurred around 12:30pm at Munshibazar area in Faridpur Sadar

20m ago