চট্টগ্রামে বিএনপির মিছিল আটকে দিল পুলিশ
একদফা দাবি আদায় এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চট্টগ্রাম মহানগর বিএনপির মিছিল আটকে দিয়েছে পুলিশ।
আজ সোমবার বিকেল ৩টার দিকে নগরীর নুর আহমেদ সড়কের নাসিমন ভবনের সামনে সমাবেশ করে মহানগর বিএনপি।
বিকেল ৪টার দিকে সেখান থেকে তারা একটি মিছিল বের করে তিন পোলের মাথায় পৌঁছালে বাধা দেয় পুলিশ।
এ অবস্থায় তিন পোলের মাথায় অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশের বাধার মুখে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে ফিরে যান নেতাকর্মীরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ জোন) নোবেল চাকমা দ্য ডেইলি স্টারকে জানান, মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষায় বিএনপির মিছিল আটকে দেওয়া হয়েছে।
তিন পোল সংলগ্ন এলাকায় যুবলীগের একটি কর্মসূচি থাকায় বিএনপি নেতাকর্মীদের আর আগাতে দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।
দলের কেন্দ্রঘোষিত আজকের কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে নেতাকর্মী প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে কোতোয়ালী থানার তিন পোলের মাথায় গিয়ে শেষ হবার কথা রয়েছে
Comments