এই ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেবো না: ওবায়দুল কাদের

বিএনপির শুভবুদ্ধির উদয় হলে সংলাপ হতে পারে
ওবায়দুল কাদের। ফাইল ছবি: বাসস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'নানা রকম জগাখিচুরি ঐক্য দিয়ে শেখ হাসিনাকে হটানো যাবে না। ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছি বিএনপিকে। এই ৩৬ দিন বিএনপিকে দাঁড়াতে দেবো না। সব জায়গা বঙ্গবন্ধুর সৈনিকদের দখলে থাকবে, শেখ হাসিনার কর্মীদের দখলে থাকবে।'

আজ বুধবার বিকেল ৩টায় টঙ্গী সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনা ম্যাজিক দেখাবেন—উন্নয়নের, মুক্তিযুদ্ধের, জাতীয় পতাকার, স্বাধীনতার ম্যাজিক। খেলা হবে দুর্নীতি, ভোট চুরি, লুটপাট, হাওয়া ভবন, বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে।'

বিএনপির উদ্দেশ্য তিনি বলেন, 'অক্টোবরে নাকি ভাগ্য নির্ধারণ হবে। ফখরুল বলে, মির্জা আব্বাস বলে ভাগ্য নির্ধারণ করবে অক্টোবরে। আমি তাদের জিজ্ঞেস করতে চাই, ঘরের মধ্যে ঘর, মশারির মধ্যে কত মশারি। তারা আমাদের ভাগ্য কী নির্ধারণ করবে? খেলা হবে, খেলা হবে। জবাব দেবো সব দুঃশাসনের। ওদের আন্দোলন ভুয়া, ওদের এক দফা ভুয়া, ওদের সাতাশ দফা ভুয়া, ওদের গণতন্ত্র ভুয়া, ওদের ক্ষমতা ভুয়া।'

তিনি আরও বলেন, 'শেখ হাসিনার নাকি মেয়াদ শেষ, আমাদের নাকি মেয়াদ শেষ অক্টোবরে। বিএনপির কী হবে অক্টোবরে? ১৫টা অক্টোবর দেখলাম, আগামীতেও দেখবো। শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন। জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল, জানুয়ারির প্রথম সপ্তাহে শেখ হাসিনা লাল-সবুজের পতাকা হাতে ডাক দিয়েছেন।'

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'এখন মির্জা ফখরুল কান্না করেন, এটা তার হতাশার কান্না। ইদানিং সভায় দাঁড়িয়েই কান্না শুরু করে দেন তিনি। এত কান্না এতদিন কোথায় ছিল? মির্জা ফখরুল একজন ব্যর্থ সাধারণ সম্পাদক। তারা খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটের জন্য একটি আন্দোলনও করতে পারেননি। তাই মির্জা ফখরুলকে পদত্যাগের আহ্বান জানাই।'

মার্কিন ভিসানীতি বিষয়ে তিনি বলেন, 'আমাদের মতো এতো ছোটদের নিয়ে কেন ভাবেন? প্রেসিডেন্ট বাইডেন, আপনি ক্ষমতায় থাকেন, আমাদের কোনো প্রশ্ন নেই। তবে এর আগে ট্রাম্পকে থামান। আপনার নিজ দেশে জনপ্রিয়তায় এখনো ট্রাম্পই এগিয়ে।'

শান্তি সমাবেশে সভাপতিত্বে করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

Comments

The Daily Star  | English

Political, economic reforms led to drop in overseas migration last year

More than 700 female workers migrated as skilled professionals last year

2h ago