ঢাকায় আজ একই সময়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি, ছাত্রলীগের সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। দিনটি উদযাপনে বিশেষ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

এদিকে, আজ বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি শুরু হবে।

র‍্যালিটি ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, মতিঝিল শাপলা চত্বর হয়ে টিকাটুলি ইত্তেফাক ভবনের সামনে দিয়ে রাজধানী সুপার মার্কেটের সামনে শেষ হবে।

র‍্যালিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি ও দলের অঙ্গসংগঠন ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা যোগ দেবেন।

এর আগে সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরে শ্রদ্ধা জানাবেন দলের নেতাকর্মীরা।

অপরদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব স্মরণে ছাত্রলীগের আজকের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সমাবেশ থেকে বিশেষ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৫ লাখ নেতাকর্মী জড়ো হবে বলে গত ২৬ আগস্ট এক সংবাদ সম্মেলনে জানান সাদ্দাম।

তিনি বলেন, প্রথমে ৩১ আগস্ট সমাবেশ করার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু এইচএসসি পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করে ১ সেপ্টেম্বর সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

Comments

The Daily Star  | English

The trials and tribulations of preparing the white paper

After three months of rigorous work, a white paper panel on the state of the economy revealed all the fault lines that had formed across Bangladesh during the 15 years of rule under the Awami League government, which held power from 2009 until it was ousted by a mass uprising on August 5 this year.

13h ago