প্রয়োজনে আরও ১০ বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সভায় বক্তব্য দেন কাদের সিদ্দিকী। মঞ্চে তার পাশে বসে আছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। ছবি: স্টার

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা এ দেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেবো না। এতে যদি শেখ হাসিনাকে আরও ১০ বছর ক্ষমতায় থাকা লাগে, শেখ হাসিনা থাকবে।

তিনি বলেন, 'বিএনপির কাছে বাংলাদেশ ভালো নয়, বিএনপির কাছে পাকিস্তানই ভালো।'

বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক শোক সভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, 'নেত্রীর সঙ্গে কথা হয়েছিল আমার। আমি বুঝি তারও প্রচুর সমস্যা রয়েছে। তার চারদিকে যারা ঘিরে আছেন, ইচ্ছে করলেই তাদেরকে লাথি দিয়ে সরিয়ে দিতে পারেন না। কিছুটা অসুবিধা আছে।'

'দেখেন আমার কিন্তু রঙ পাকা। সেজন্য বলছি, আপনারা বঙ্গবন্ধুর ক্ষতি করবেন না, দেশের ক্ষতি করবেন না, সর্বোপরি শেখ হাসিনার ক্ষতি করবেন না।'

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকীর বড় ভাই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, 'আজকে যারা বলেন আমরা উৎখাত করব, আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। আপনারা যাকে নেতা মানেন সেই জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার প্রধান সহায়ক শক্তি। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান যদি তাদের আশ্রয় না দিতেন, শফিউল্লাহ যত কাপুরুষই হোক তিনি কিন্তু চেষ্টা করতেন। কিন্তু জিয়াউর রহমান বাধা হয়ে দাঁড়ান, কর্নেল তাহের বাধা হয়ে দাঁড়ান। সেজন্য বলছি আপনারা যেহেতু জিয়াউর রহমানকে নেতা মানেন, সেজন্য আপনারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের একজন।'

তিনি বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। উন্নতি হলে চুরিও হবে, সেই চুরি হচ্ছে। আপনাদের যেটাতে জ্বলুনি সেটি হচ্ছে এতো টাকা খরচ হচ্ছে, পকেটে যাচ্ছে, আমরা সেটা থেকে বঞ্চিত হচ্ছি।'

লতিফ সিদ্দিকী আরও বলেন, 'শেখ হাসিনারও সমস্যা আছে। তিনি ইচ্ছে করলেই সবকিছু করতে পারেন না। তার দলীয় সমস্যা আছে, জাতীয় সমস্যা আছে, আন্তর্জাতিক সমস্যা আছে। এসব সমস্যা মোকাবিলা করে তাকে সরকার চালাতে হচ্ছে। আজকে চোখ বুজে ভাবুনতো শেখ হাসিনা না থাকলে কে আসবে, কে আছে, ওই অর্বাচীন নাবালক ছেলেটা? যে কিনা ক্লাস ইলেভেনে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছিল, সেই ছেলেটা?'

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা, জাতীয় পার্টি নেতা সালাম চাকলাদার, কাদের সিদ্দিকীর ছোট বোন রহীমা সিদ্দিকী, ছোট ভাই আজাদ সিদ্দিকী প্রমুখ।

Comments

The Daily Star  | English

JnU students, teachers call off protest after assurances

All the activities of the university will resume from tomorrow

3h ago