বিএনপি-পুলিশ সংঘর্ষ

ঢাকায় বিএনপির ৪৬৯ নেতাকর্মীর বিরুদ্ধে ১১ মামলা, গ্রেপ্তার ১৪৯

মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি-পুলিশ সংঘর্ষ। ছবি: এমরান হোসেন

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আজ রোববার দুপুর পর্যন্ত বিএনপির ৪৬৯ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের প্রধান উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসব মামলায় এখন পর্যন্ত ১৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

রোববার দুপুর ১টা পর্যন্ত ঢাকার ৭ থানায় ১১টি মামলার নথি হাতে পেয়েছে দ্য ডেইলি স্টার। এসব মামলায় ৪৬৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

মামলায় বেআইনি জনতাবদ্ধ, পুলিশের ওপর হামলা ও হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছে।

মাতুয়াইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় ২১৮ জনকে আসামি করা হয়েছে। মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে সংঘর্ষের ঘটনায় কদমতলী থানায় করা মামলায় ৭০ জনকে আসামি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে। ৩ মামলায় আসামি ৬৬ জন।

উত্তরা পূর্ব থানায় দায়ের করা ২ মামলায় আসামি ৬৫ জন।

এছাড়া সূত্রাপুর থানায় বিএনপির ২৪ নেতাকর্মী, বংশাল থানায় ২৫ নেতাকর্মী ও বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা বিএনপির ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

2h ago