ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির অনুমতি নেই: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ছবি: সংগৃহীত

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। পাল্টা একই কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। তবে কোনো দলকেই কর্মসূচি পালনের অনুমতি না দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ শুক্রবার রাতে ডিএমপি কমিশনার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে বলা হয়, শনিবার বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঢাকার সকল প্রবেশ মুখে সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালনের জন্য ডিএমপির অনুমতি নেয়নি।

অবস্থান কর্মসূচির অনুমতি না দেওয়ার ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলার অবনতির গোয়েন্দা প্রতিবেদন ও জনদুর্ভোগের বিষয় বিবেচনায় সব রাজনৈতিক দলের আগামীকালের অবস্থান কমসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো না।

এর আগে সন্ধ্যায় ডিএমপি কমিশনার দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'আগামীকাল (শনিবার) কোনো কর্মসূচির বিষয়ে বিএনপি আমাদের জানায়নি বা অনুমতি নেয়নি।'

পুলিশ কর্মসূচি পালন করতে দেবে কি না জানতে চাইলে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে ঢাকার প্রবেশপথে যান চলাচল বন্ধ করার অনুমতি জনগণ দেবে না।

'আমরা মানুষের জন্য কাজ করি। তাই জনগণ অনুমতি না দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব,' যোগ করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশ করে আগামীকাল শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছে বিএনপি।

এর পরই পাল্টা কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। তারাও রাজধানীর প্রবেশমুখগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত 'শান্তি সমাবেশে'র কর্মসূচি ঘোষণা করে।

 

Comments

The Daily Star  | English

Enforced disappearances: Eight secret detention centres discovered

The commission raised concerns about "attempts to destroy evidence" linked to these secret cells

40m ago