অনুমোদন ছাড়া হাট বসালে পশু জব্দ করা হবে: ডিএমপি কমিশনার
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র অনুমোদন ছাড়া ফাঁকা জায়গায় হাট বসালে পশু জব্দ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
তিনি আরও বলেন, ফাঁকা জায়গা পেয়ে হাট বসালে সংশ্লিষ্টদেরও আটক করা হবে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, 'আমরা সব ইজারাদারদের বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট করবে সেখানে যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তায় ওপরে না আসে। রাস্তার ওপর ট্রাক থেকে যেন গরু নামানো না হয়। হাটের সীমানা বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখবে।'
তিনি বলেন, 'যদি সেটি না করে বা বাইরে হাট বসায় তাহলে আমরা ব্যবস্থা নেব। আমি মনে করি, অন্যান্যবার যা হয়েছে এবার সে রকম হওয়ার সম্ভাবনা নেই।'
পুলিশের পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে জানিয়ে তিনি বলেন, 'পাশাপাশি সাইবার টহলও থাকবে।'
অনলাইনে গরু কেনার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার।
হাবিবুর রহমান বলেন, 'আমরা কখনো কখনো লক্ষ করি যে, কোনো অনুমোদিত হাট নয় কিন্তু ফাঁকা জায়গা পেলেই কেউ কেউ সেখানে হাট বসানোর চেষ্টা করে এবং অতীতে কখনো কখনো এটি হয়েছে। পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, এ ধরনের অপতৎপরতা হলে সব গরু আমরা জব্দ করে নেব।'
সংশ্লিষ্টদের আটক করা হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, 'আশা করি কেউ সেটি করার দুঃসাহস দেখাবেন না।'
Comments