ঢাকার প্রবেশপথে যান চলাচল বন্ধ করা জনগণ মানবে না: ডিএমপি কমিশনার
ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে এর জন্য পুলিশের কাছে এখনো কোনো অনুমতি চায়নি দলটি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক শুক্রবার রাতে দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল (শনিবার) কোনো কর্মসূচির বিষয়ে বিএনপি আমাদের জানায়নি বা অনুমতি নেয়নি।
পুলিশ কোনো কর্মসূচি পালন করতে দেবে কি না জানতে চাইলে বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে ঢাকার প্রবেশপথে যান চলাচল বন্ধ করার অনুমতি জনগণ দেবে না।
'আমরা মানুষের জন্য কাজ করি। তাই জনগণ অনুমতি না দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব,' যোগ করেন তিনি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবারের কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে এ মহাসমাবেশ করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, কাল শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
Comments