নয়াপল্টন থেকে মগবাজার বিএনপির শোক র‌্যালি বিকেল ৩টায়

সরকার পতনে একদফা আন্দোলনের প্রথম কর্মসূচি গত ১৮ ও ১৯ জুলাই পদযাত্রায় লক্ষ্মীপুরে কৃষক দলের নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে শোক র‌্যালি করবে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হবে। শেষ হবে মগবাজারে গিয়ে।

গতকাল দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে শোক র‌্যালিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।

তিনি জানান, ২ দিনের পদযাত্রা কর্মসূচিতে ১ জন নিহত, প্রায় ৩ হাজার আহত ও প্রায় ২ হাজারের বেশি নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বিএনপির কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় সারা দেশে মোট ৩১০টি মামলায় প্রায় ১১ হাজারের বেশি নেতাকমীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রিজভী আরও জানান, সরকারের পদত্যাগ ও একদফা দাবিতে ২১ জুলাই দুপুরে (বাদ জুমা) ঢাকাসহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করা হবে।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago