হাবিপ্রবির সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামনের মহাসড়কে পদযাত্রায় যোগ দিতে আসা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পদযাত্রায় অংশ নিতে বিএনপির নেতাকর্মীরা বাসে ও বিভিন্ন যানবাহনে করে দিনাজপুরে যাচ্ছিলেন। দিনাজপুর-রংপুর মহাসড়কে বাঁশের হাট এলাকায় হাবিপ্রবির সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা ৭-৮টি যানবাহন ভাঙচুর করে।
হামলা ও ভাঙচুরকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখার সময়ও দুই পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। বন্ধ রয়েছে দিনাজপুর-রংপুর মহাসড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
চলতে থাকে ধাওয়া পাল্টা-ধাওয়া। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। বিএনপি নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েন।
হামলায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে লাঠি সোটা ও দেশীয় ধারালো অস্ত্র দেখা যায়। পরে বিকেল ৩টার দিকে বাঁশের হাটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
Comments