কী থাকছে বিএনপির এক দফা ঘোষণায়

রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল বুধবার দুপুরে সমাবেশ করবে বিএনপি। 

এ সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করা হবে বলে এর আগে জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কী থাকছে এক দফার ঘোষণায়? বিএনপি ও এর সমমনা দলগুলো গত বেশ কিছুদিন ধরে আলোচনা শেষে প্রস্তুত করেছে এক দফার খসড়া। 

দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে।

দলীয় সূত্র আরও জানায়, আগামীকাল সমাবেশ থেকে এসব দাবি সম্বলিত 'এক দফা' আন্দোলনের ঘোষণা দেবেন দলের নেতারা।

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

1h ago