কুপিয়ে হত্যাচেষ্টা, বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ১০

বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ ওরফে মান্না। ছবি: সংগৃহীত

বরিশালে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ ওরফে মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বাকিরা হলেন—মান্নার ভাই রিশাদ আহম্মেদ নাদিম এবং মান্নার অনুসারী মেহেদি হাসান সম্পদ, পারভেজ, শান্ত, মামুন, শাওন, রাশেদ, আলামিন, নান্টু ও সন্যামত।

আবদুর রহমান জানান, 'আজ ভোরে নগরীরর কাউনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।'

'বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতের সমর্থক মনা আহম্মেদ মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ ২১ জনের নামে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পরে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে,' বলেন তিনি।

মনা আহম্মদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর প্রচারণা শেষে রোববার দিবাগত রাতে মনা কাউনিয়া মহাশ্মশান এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেই সময় তার ওপর হামলার ঘটনা ঘটে।

মনা আহম্মদ বলেন, 'আমরা ৪ জন চায়ের দোকানে বসে ছিলাম। সেই সময় মান্না ও তার ভাইসহ শতাধিক ব্যক্তি লোহার রড ও ধারালো হাতে হামলা চালায়। আমি, আব্দুল আলিম ও জাহিদ ভূঁইয়া হাসপাতালে ভর্তি হয়েছি।'

উল্লেখ্য, মান্না বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া, সিটি করপোরেশন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী তিনি।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

8h ago