বরিশাল সিটি করপোরেশন: চুরি গেছে চোর ধরার ৪২০ সিসি ক্যামেরা

বরিশালে সিসি ক্যামেরা চুরি
নষ্ট হয়ে পড়ে আছে বরিশাল নগরীর বিভিন্ন সড়কে বসানো সিটি করপোরেশনের সিসিটিভি ক্যামেরা। ছবি: টিটু দাস

বরিশাল নগরীতে অপরাধীদের ধরতে ৪২০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল সিটি করপোরেশন (বিসিসি)। এতে খরচ হয় আড়াই কোটি টাকা। এসব ক্যামেরার প্রায় সবগুলোই চুরি হয়ে গেছে। যেগুলো অবশিষ্ট আছে সেগুলোও অকেজো। ফলে পুরো নগরী এখন নজরদারির বাইরে।

বিসিসি সূত্র জানায়, ২০১৭ সালে আড়াই কোটি টাকা ব্যয়ে ৩০টি ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। ৭০টি বুথ স্থাপন করা হলেও, এখন প্রায় সবই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্যামেরাগুলোর পাশাপাশি চুরি হয়ে গেছে ক্যাবলও। ফলে অপরাধীদের শনাক্ত করতে হিমশিম খাচ্ছে পুলিশ।

বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ক্যামেরা প্রকল্পের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ছিল না। ফলে ক্যামেরাগুলো ধীরে ধীরে অচল হয়ে পড়ে এবং চুরি হয়ে যায়। ক্যামেরাগুলো রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।

সিটি করপোরেশন সূত্র জানায়, গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নগরীর প্রায় সব সিসিটিভি ক্যামেরা ও ক্যাবল চুরি হয়ে যায়। এমনকি নগর ভবনের ৭০টি ক্যামেরাও নিয়ে যায় চোরেরা।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, এ বিষয়ে সিটি করপোরেশনের কোনো গাফিলতি আছে কি না, খতিয়ে দেখা হবে। সিটি করপোরেশনের ভেতরের নষ্ট ক্যামেরাগুলো দ্রুত স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) পক্ষ থেকে নগরীতে ২০৭টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা দিয়ে অপরাধ ও ট্রাফিক ব্যবস্থাপনা চলছে। ২০২১ সালে শুধু সিসি ক্যামেরা ব্যবহার করে ২৬৪টি অপরাধ চিহ্নিত করা গেছে।

বিএমপির ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেকশনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কাজ চলছে। তবে সিটি করপোরেশনের সিসিটিভি ক্যামেরাগুলো না থাকায় আসন্ন পবিত্র রমজানে অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে চিন্তিত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

রমজান উপলক্ষে বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় সিসিটিভি ক্যামেরার প্রসঙ্গ উঠে আসে। তিন হাজারের বেশি সিসি ক্যামেরা ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণের কথা আলোচনায় উঠে আসে।

সনাক সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরার গুরুত্ব অপরিসীম। দ্রুত নষ্ট সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নগরবাসীর স্বস্তি ফেরানো হোক।

Comments

The Daily Star  | English

Jet slams into school, kills 22, mostly children

Toll may rise; around 170 injured, many critically; ISPR says ‘mechanical failure’ caused BAF training plane to plunge into Uttara school

4h ago