টাঙ্গাইলে বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ে আজ শনিবার পদযাত্রা কর্মসূচি চলাকালে এবং আগের রাতে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে বিএনপির ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, বিশেষ ক্ষমতা আইনে এর আগে বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিএনপি ও পুলিশ সূত্র জানায়, সদর উপজেলায় গ্রেপ্তারদের মধ্যে আছেন সরকারি সা'দত কলেজ সংসদের সাবেক জিএস ও বিএনপি নেতা সৈয়দ বাবুল, একই সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও বিএনপি নেতা সৈয়দ জাদিদুল হক জাদিদ এবং মাকসুদ সওদাগর নামে অপর এক স্থানীয় বিএনপি নেতা।
তাদের মধ্যে জাদিদ এবং মাকসুদকে করটিয়া ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালনকালে এবং অপর বিএনপি নেতা সৈয়দ বাবুলকে ভোররাতে তার করটিয়ার বাসভবন থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সদরে ৩ বিএনপি নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'টাঙ্গাইল সদর থানায় ১০ ডিসেম্বরের আগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় ওই ৩ বিএনপি নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'
টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গ্রেপ্তারদের বিভিন্ন আদালতে হাজির করা হয়েছে। সদর উপজেলার সৈয়দ বাবুলসহ কয়েকজন আদালত থেকে জামিন পেয়েছেন।'
বিএনপির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল অবশ্য দাবি করেন, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় গ্রেপ্তারের সংখ্যা ১৯। তাদের মধ্যে ১১ জনকে আজ কর্মসূচি চলাকালে এবং ৮ জনকে আগের রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাশকতার মামলায় পুলিশ বিভিন্ন উপজেলা থেকে ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।'
Comments