আবদুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু

আবদুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। ছবি: স্টার

রাজধানী ঢাকার আবদুল্লাহপুর থেকে এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা শুরু হয়েছে। পদযাত্রায় হাজারো নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নিতে দেখা গেছে।

নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি শুরু করেছে দলটি। পদযাত্রাটি বিকেল ৪টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বিএনপির পদযাত্রা। ছবি: স্টার

আজ বুধবার সকাল ৯টা থেকে আবদুল্লাহপুরের মোল্লাজির মসজিদ মার্কেটের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন।

দক্ষিণখান বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর নূর মতিন ডেইলি স্টারকে বলেন, সকাল ৯টায় তিনি তার সমর্থকদের নিয়ে পদযাত্রায় এসেছেন।

তিনি বলেন, 'হাজারো জনগণ আমাদের আন্দোলনে যোগ দিচ্ছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নে আত্মবিশ্বাসী।'

বিএনপির পদযাত্রা। ছবি: স্টার

পদযাত্রার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল কমে যায়।

বিকাশ পরিবহনের চালক নুর মিয়া ডেইলি স্টারকে বলেন, সমাবেশের কারণে ধীর গতিতে গাড়ি চালাতে হচ্ছে।

Comments