রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশে বিএনপি নেতারাও আসবেন: নানক

রাজশাহীতে রোববার প্রধানমন্ত্রী মাদ্রাসা মাঠে জনসভা করবেন। আজ শুক্রবার মাদ্রাসা মাঠের প্রস্তুতি দেখতে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। ছবি: সংগৃহীত

আগামী রোববার রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশে বিএনপির নেতারাও যোগ দেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাজশাহীতে ২৫টি প্রকল্প উদ্বোধন করবেন। সেখানে মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরকে সামনে রেখে আজ শুক্রবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বলেন, 'অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কখনোই জিততে পারবে না। এ কারণেই তারা অসাংবিধানিক ও অগণতান্ত্রিক দাবি তুলছে।'

তিনি বলেন, '১৯৯১ সালে বিএনপি নির্বাচনে সূক্ষ্ম কারচুপি করে জয়লাভ করে এবং ২০০১ সালে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করে।'

পুলিশ বিএনপি নেতাদের হয়রানি করছে বলে রাজশাহী বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর কবির নানক বলেন, 'বিএনপির নেতারাও প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দেবেন।'

গতকাল বৃহস্পতিবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তার কথা বলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে, গ্রেপ্তার করছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে নানক বলেন, 'বিএনপি মিথ্যা তথ্য দিচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। আমার বিশ্বাস, সমাবেশে বিএনপির নেতারাও আসবেন। কারণ তারা এই দেশের নাগরিক, কোনো বিচ্ছিন্ন দ্বীপের নয়।'

সংবাদ সম্মেলনে আবদুর রহমান বিএনপিকে 'নেতৃত্বহীন দল' আখ্যা দিয়ে বলেন, 'দলটি নেতৃত্ব সংকটে ভুগছে। বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া সাজাপ্রাপ্ত অপরাধী হওয়ায় দলটি নেতৃত্ব সংকটে আছে। দলটির নেতারা কর্মীদের উত্সাহ দিতে অর্থহীন কথা বলেন।'

আওয়ামী লীগ নেতারা জানান, প্রধানমন্ত্রীর জনসভার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার রাজশাহীতে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago