কারও দয়ার দানে রাজনীতি করি না: শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, 'শামীম ওসমানের পায়ের তলায় মাটি আছে। কারও দয়ার দানে রাজনীতি করি না।'
তিনি নারায়ণগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করবেন বলে জানান।
তিনি বলেন, 'উনি (প্রধানমন্ত্রী) জানেন আমি ওনাকে সত্য বলি। আমি সত্য বলার চেষ্টা করি। আমি ডোন্ট কেয়ার ড্যাম! কে সরকারি অফিসার আর কে সরকারি অফিসার না, আমি কাউকে কেয়ার করি না। শামীম ওসমানের পায়ের তলায় মাটি আছে। কারও দয়ার দানে রাজনীতি করি না।'
সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় শামীম ওসমান বলেন, 'আমি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছি। আমি বলি না, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙলে বলি।'
সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, 'আমাকে অনেকে গালি দেয়। নারায়ণগঞ্জ শহীদ মিনারে ৫ জন বক্তা দাঁড়ায় আর একজন শোনে। তারা আমার চৌদ্দ-গুষ্টি তুলে গালি দেয়। যে গালি দেয় তার প্রতি আমি যদি ইশারাও করি, তাহলে তার বাড়িতে ইট থাকবে না। তারপরও আমি কিছু বলি না।'
'এখন আর আগের মতো শরীরে শক্তি পাই না। মানুষ যা চায় তা আমি শামীম ওসমান করতে পারতেছি না,' যোগ করেন তিনি।
শামীম ওসমান বলেন, 'আমি ভোটের রাজনীতি করি না, দুই নম্বরি রাজনীতি আমি করি না। ভোটের সময় নাটক আমি করি না। আমাকে ভোট দেবেন কি না, এই ঠেকা আপনার। সর্ষের ভেতরেও ভূত আছে। আমরা রাজনীতি করি, এগুলো আমরা বুঝি।'
সরকারদলীয় এই সংসদ সদস্য বলেন, 'প্রশাসনের ওপর নির্ভর করে আমি রাজনীতি করি না। প্রশাসনের কাছে কিছু জিনিস চাই, কিন্তু পাচ্ছি না। সবকিছু আমাদের একার পক্ষে সম্ভব না।'
আরটিভির প্রতিনিধি ও শিফা ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বপনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ।
Comments