আ. লীগের সম্মেলনে বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু সায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমন্ত্রণ জানান।

বিএনপির স্থায়ী কমিটির ৩ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানকে কাউন্সিলে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন।

Comments