ঝিনাইদহ

বিজয় র‌্যালিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

হামলায় আহতদের দেখতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল হাসপাতালে যান। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে বিজয় দিবসের র‌্যালিতে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। 

শুক্রবার সকাল ৭টার দিকে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া এলাকার বাসিন্দা বিএনপিকর্মী টিটো হোসেন, আজাদ হোসেন, রাজুসহ ৫ জন আহত হন। 

খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল প্রমুখ।

হামলায় আহত আজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, 'বিএনপির বিজয় দিবসের র‌্যালিতে যাওয়ার পথে রড, লাঠি দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে ভর্তি করে।'

জানতে চাইলে স্বেচ্ছাসেবক দল নেতা সাইফুল ইসলাম ফিরোজ ডেইলি স্টারকে জানান, আজ সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি করা হয়। র‌্যালিতে অংশ নিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসেন। এ সময় তাদের ওপর হামলাও চালানো হয়।

জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা ডেইলি স্টারকে জানান, 'হামলার ঘটনার বিষয়টি আমার জানা নেই। তবে যতদূর জানি যে বিএনপি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে।'
 

Comments