‘বিএনপির পদত্যাগের আহ্বানের সঙ্গে জাপার কোনো সম্পর্ক নেই’
জাতীয় পার্টি (জাপা) মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়।
আজ শনিবার সন্ধ্যায় এক প্রশ্নের জবাবে দ্য ডেইলি স্টারকে তিনি এ কথা বলেন।
এর আগে, আজ দুপুরে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলের ৭ সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সেসময় জাতীয় পার্টির সংসদ সদস্যদেরও জাতীয় সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান তারা।
বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, 'আমাদের ৭ সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। এখানে আমি জাতীয় পার্টির এমপিদের বলবো- আপনারাও পদত্যাগ করুন এবং সাধারণ মানুষের কাতারে যোগ দিন।'
এর পরিপ্রেক্ষিতে মুজিবুল হক চুন্নু বলেন, 'বিএনপির এমপিরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং আমাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তবে তাদের এ আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।'
'আমরা আমাদের নিজস্ব রাজনীতি ও মতাদর্শ মেনে রাজনৈতিক কৌশল ঠিক করি এবং সে মতো চলি', যোগ করেন তিনি।
Comments