নয়াপল্টনে কোনো সমাবেশ হবে না, হতে দেওয়া হবে না: কামরুল
বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
আজ শনিবার দুপুরে আয়োজিত বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি আস্ফালন করছে মন্তব্য করে কামরুল বলেন, আগামী ৯ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনাগুলো যদি আপানারা পালন করেন, আমি বিশ্বাস করি, ১০ ডিসেম্বর বিএনপির যারা বাইরে থেকে আসবে তারা মাঠে থাকতে পারবে না।
বিএনপি পালানোর পথ পাবে না উল্লেখ করে তিনি বলেন, সারা বাংলাদেশ ৯ ডিসেম্বরের সমাবেশের দিকে তাকিয়ে আছে। আজকে তারা (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার চায়। বিএনপি নির্বাচনে আসবে না, নির্বাচন তারা চায় না। তারা চায় অশুভ পন্থায় ক্ষমতার পরিবর্তন। আবার সেই ২০০৬ সালের মতো ৩ মাসের অনির্বাচিত সরকার ২ বছর যেভাবে প্রলম্বিত হয়েছিল। সে রকম ৩ বছরের সরকার চায়।
তারা চায় আবার জিয়া, এরশাদের মতো ক্ষমতার পরিবর্তন হোক। বাংলাদেশে জিয়া, এরশাদের মতো ক্ষমতার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি, আমাদের প্রিয় নেত্রীকে মাইনাস করার চেষ্টা হয়েছে। সব নেতাদের জেলখানায় পুড়েছিল। বিএনপি নেতারাও তখন জেলখানায় ছিলেন। খালেদা জিয়া যে মামলা দণ্ডপ্রাপ্ত সেই মামলাও তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া। ওই অবস্থা বিএনপি সৃষ্টি করতে চায়, বলেন কামরুল।
তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সরকার গণসমাবেশের অনুমতি দিয়েছে। সেই অনুমতি তারা নিতে চায় না। তারা জোর করে নয়াপল্টনে সমাবেশ করতে চায়। স্পষ্ট কথা, নয়াপল্টনে কোনো সমাবেশ হবে না। হতে দেওয়া হবে না। নয়াপল্টনে তারা সমাবেশ করবে, তাদের ভাষায়; লাখ লাখ মানুষ বসিয়ে দেবে, অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করবে তা হতে দেওয়া হবে না।
বিএনপি মিথ্যা কথা বলে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, সারা বিশ্বে অর্থনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমরা স্বীকার করি মানুষ খারাপ অবস্থায় আছে, মানুষের অবস্থা বেশি ভালো না। সাধারণ মানুষের অবস্থায় আমরাও মর্মাহত। আমাদের নেত্রী এই অবস্থা থেকে উত্তরণের জন্য পরিকল্পিতভাবে কাজ করছেন। বাংলার মানুষ বিশ্বাস করে, এই অবস্থা থেকে শেখ হাসিনার পক্ষেই উত্তরণ সম্ভব, আর কারো পক্ষে সম্ভব না।
বিএনপি সমাবেশের নামে ঢাকায় যা করতে চায়, তার দাঁতভাঙা জবাব আমরা দেবো। তারা যাতে ঢাকামুখী হতে না পারে, ঢাকায় অবস্থান করতে না পারে সেই দাঁতভাঙা জবাব আমরা দেবো। জনরোষে তারা পালানোর পথ পাবে না, বলেন কামরুল।
Comments