সম্মেলন থেকে ফেরার পথে মহিলা আ. লীগ সদস্যের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে এক নারী মারা গেছেন।

মৃত কমলা বেগম গাজীপুরের পুবাইল থানা মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া ছন্দা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে পুবাইল থেকে ঢাকায় আসি সকাল ৯টায়। বেলা সাড়ে ৩টার দিকে পুবাইল যাওয়ার উদ্দেশে পায়ে হেঁটে শাহবাগ মোড়ে আসি গাড়িতে উঠার জন্য। শাহবাগ ফুলের মার্কেটের কাছে আসলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অচেতন হয়ে যায় কমলা বেগম। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

ছন্দা বেগম জানান, মৃত কমলা বেগম গাজীপুরের পুবাইল থানা মহিলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার বাড়ি পুবাইলের পদহারবাইদ গ্রামে। স্বামীর নাম মো. কুমুদ আলী। ২ ছেলে ২ মেয়ের জননী ছিলেন কমলা বেগম।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'ওই নারীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Operation Devil Hunt: 1,308 arrested so far

274 people were arrested from metropolitan cities, while 1,034 were detained from different parts of the country

12m ago