জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না: মিনু
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, জনগণ আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বলেন, 'চাল, ডাল, আটা, তেলসহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষ আজ অসহায়। এই অসহায় মানুষগুলো এখন আর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।'
আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে আজ শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আমি আশা করছি ৩ ডিসেম্বরের সমাবেশই হবে সবচেয়ে বড় সমাবেশ। কারণ এটিই হবে রাজধানী ঢাকার সমাবেশের আগে শেষ বিভাগীয় সমাবেশ।'
'শুধু ঐতিহাসিক মাদ্রাসা ময়দানই নয়, রাজশাহী শহরও বিএনপি কর্মীর শহরে পরিণত হবে। সেখানে রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে বিএনপির নেতা-কর্মীদের বিশাল সমাবেশ হবে। কমপক্ষে পনের লাখ মানুষ এই সমাবেশে যোগ দেবে,' বলেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, 'রাজশাহী জেলা জুড়ে বিএনপি নেতা-কর্মীদের ভয় দেখানো শুরু করেছে পুলিশ। পুলিশ প্রতিটি থানায় বিএনপি নেতাদের বিরুদ্ধে একই ধরনের মামলা করছে।'
রাজশাহী বিভাগীয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য সচিব আতিকুর রহমান রুম্মান, ফারজানা শারমিন পুতুল ও মাহমুদা হাবিবাসহ মিডিয়া সেলের অন্যান্য সদস্যরা।
Comments