সিলেটে বিএনপির গণসমাবেশ: প্রস্তুত হচ্ছে মঞ্চ, ব্যানারে ঢাকছে রাস্তাঘাট

সমাবেশকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে মঞ্চ। ছবি: শেখ নাসির

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। নগরীর চৌহাট্টা এলাকায় সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ হবে। সমাবেশকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে মঞ্চ এবং ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ছে নগরীর রাস্তাঘাট।

আজ শনিবার সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, অন্তত ৩০ জন ব্যক্তি সমাবেশের মঞ্চ ও সমাবেশস্থলে প্যান্ডেল নির্মাণের কাজ করছেন। মঞ্চের মূল কাঠামোর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এছাড়াও, সমাবেশস্থলের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার রাস্তার পার্শ্ববর্তী ও মধ্যবর্তী ডিভাইডার নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে।

ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ছে নগরীর রাস্তাঘাট। ছবি: শেখ নাসির

বিএনপির সমাবেশকে সফল করতে মোট ৫টি উপকমিটি গঠন করেছে সিলেট বিএনপি। এসব কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, 'এ সমাবেশের লক্ষ্য নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের ধারাবাহিকতায় দেশের মানুষকে উদ্বুদ্ধ করা। বর্তমান শাসকগোষ্ঠীর দেশ পরিচালনায় ব্যর্থতা ও দেশের মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস এবং আমাদের নেত্রীকে গৃহে অন্তরীণ করে রাখার ইস্যু নিয়ে আগামী ১৯ নভেম্বরের গণসমাবেশ।'

ব্যানার-ফেস্টুনে ঢাকা পড়ছে নগরীর রাস্তাঘাট। ছবি: শেখ নাসির

তিনি বলেন, 'এখন পর্যন্ত ভেন্যু বা গণসমাবেশ আয়োজনে সরাসরি কোনো বাঁধার সম্মুখীন হইনি। আলিয়া মাদ্রাসার পুরো মাঠটিই সমাবেশের জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা আশা করছি সিলেটের গণসমাবেশে ৪ লাখের বেশি লোকসমাগত হবে।'

বিএনপি ইতিমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে গণসমাবেশ আয়োজন করেছে এবং আজ ফরিদপুরে বিএনপির গণসমাবেশ চলছে। এরপরই সিলেটের গণসমাবেশ।

 

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

11m ago