সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে: হানিফ

মাহবুবউল আলম হানিফ। ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে।

আজ রোববার ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, 'আমার সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরণত করেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এদেশে চরম ব‍্যর্থতা ছিল দূর্নীতির কারণে। এ দেশ তখন ছিল দূর্নীতির শীর্ষে।'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে এই আওয়ামী লীগ নেতা আরও বলেন,  'মির্জা ফখরুল বেগম খালেদা জিয়াকে মানবতার মা বলেন। কিন্তু বিএনপির দুঃশাসনে আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মী হারিয়ে গেছেন। এতিমের টাকা আত্মসাত হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

48m ago