প্রয়োজনে বিএনপির যে কোনো অপতৎপরতা রুখে দেবে আ. লীগ: হানিফ
জনগণ বিএনপিকে ভয় পায় মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি যদি আবারো রাজনৈতিক কর্মসূচির নামে অশান্ত পরিবেশ তৈরি করতে চায় তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে ভবিষ্যতে বিএনপির যে কোনো অপতৎপরতা আওয়ামী লীগ রুখে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
আজ শনিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি কথায় কথায় বলে তাদের সভা-সমাবেশে নাকি বাধা দেওয়া হয়। আওয়ামী লীগ বিএনপির সমাবেশে কেন বাধা দেবে! কয়েক দিন আগে খিলগাঁওয়ে জনসভা করেছে বিএনপি, কেউ বাধা দিয়েছিল? আওয়ামী লীগ যদি বাধা দেয়, আপনাদের সমাবেশ করার কোনো সুযোগ থাকে না। কিন্তু আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী দল। অন্যের কর্মসূচিতে বাধা দেওয়ার রাজনীতি আওয়ামী লীগ করে না। বাধা দিয়েছিলেন আপনারা, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত। বিএনপি ভুলে গেছে, আমাদের রাজপথে দাঁড়াতে দেয়নি। আমাদের সভা-সমাবেশে শুধু বাধা নয়, তাদের সন্ত্রাসী ও লাঠিপেটায় আমাদের সিনিয়র নেতা-কর্মীরা পর্যন্ত আহত হয়েছেন।
বিএনপি বলে, আওয়ামী লীগ নাকি তাদের সমাবেশ দেখে ভয় পায়। আওয়ামী লীগের শেকড় এ দেশের গভীরে। আওয়ামী লীগ কাউকে ভয় পাওয়ার দল না। বিএনপিকে দেখে জনগণ ভয় পায়। বিএনপির কর্মকাণ্ড দেখে ভয় পায়। এ দেশের মানুষ দেখেছে, আপনারা কীভাবে সমাবেশের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন—বলেন তিনি।
হানিফ আরও বলেন, বিএনপি যদি আবারো কখনো রাজনৈতিক কর্মসূচির নামে অশান্ত পরিবেশ তৈরি-জ্বালাও-পোড়াও-ভাঙচুর করতে চায় তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সরকারের পাশাপাশি প্রয়োজন হলে ভবিষ্যতে বিএনপির যে কোনো অপতৎপরতা আওয়ামী লীগ রুখে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
Comments