নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে যুবদলের মিছিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে শাওন প্রধান নিহতের ঘটনায় মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ফতুল্লা থানার ভূঁইগড় থেকে জালকুড়ি পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওই মিছিল বের হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন, জেলার সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ। মিছিলে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে জালকুড়িতে পাসপোর্ট অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে শাওনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা শাওন হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পয়লা সেপ্টেম্বর নারায়ণগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলাকালে শাওন নিহত হন। পরিবারের দাবী গুলিতে শাওনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বিএনপি তাকে যুবদলের কর্মী বলে দাবি করে। বিএনপির মিছিলে অংশ নেওয়া শাওনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অন্যদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগ শাওনকে যুবলীগের কর্মী দাবি করে মিছিল করে। শাওন মৃত্যুর ঘটনায় শাওনের বড় ভাই মিলন হোসেন বাদী হয়ে বিএনপির ৫ হাজার নেতা–কর্মীসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জেলা বিএনপির ৭১ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও একটি মামলা হবে।
Comments