কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ-আ. লীগ সংঘর্ষে আহত শতাধিক, আটক ১০

পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকা থেকে এ সংঘর্ষ শুরু হয়। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা এলাকা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে ৩ ঘণ্টা ধরে চলে।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। মিছিল নিয়ে পৌর বাজারের দিকে তারা আসতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন।'

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে। বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

ছবি: সংগৃহীত

পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ মিজানের দাবি, সংঘর্ষের ঘটনায় তিনিসহ দলের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

আওয়ামী লীগ নেতা ও পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির সন্ত্রাসকে প্রতিরোধ করতে গিয়ে আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।'

এ ঘটনায় বিএনপির ১০ কর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Govt accepted demands of JnU protesters: UGC chairman

University Grants Commission Chairman Prof SMA Faiz today said the government has accepted the demands of the protesting Jagannath University students

17m ago