‘পররাষ্ট্রমন্ত্রী দলীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা নন’

tthymntrii.jpg
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি অবশ্যই দলীয় সংসদ সদস্য। তিনি কেন্দ্রীয় কমিটির কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা নন যে, দলের পক্ষ থেকে তিনি বিদেশে গিয়ে কথা বলবেন।

আজ রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কেবিনেট মিনিস্টার কোনো দেশে গেলে অফিসিয়াল টক এবং আনঅফিসিয়ালি বিভিন্ন জনের সঙ্গে দেখা করে। আমরা যখন বিদেশ যাই, সেখানে অফিসিয়াল টক থাকে আবার ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়। এখন উনি ব্যক্তিগতভাবে কার সঙ্গে কী বলেছেন সেটার দায়ভার সরকার কিংবা দলের নয়।

হাছান মাহমুদ বলেন, তিনি অবশ্যই দলীয় সংসদ সদস্য। তিনি কেন্দ্রীয় কমিটির কোনো দায়িত্বপ্রাপ্ত নেতা নয় যে, দলের পক্ষ থেকে তিনি বিদেশে গিয়ে কথা বলবেন। তা নয়।

বিএনপি নেতাদের তো তারাই গুম করেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আজকে মানবাধিকার, গুম-খুনের কথা বলে, অনেকে গুম হয়েছে বলে প্রচার করেছে। পরে দেখা গেছে তারা ফিরে এসেছে। বিএনপি নেতাদের তো তারাই গুম করেছে! চট্টগ্রামের আনোয়ারার তাদের নেতা জামাল উদ্দিন, তাকে তো বিএনপিই গুম করেছিল! এ রকম অনেক বিএনপি নেতাকে তারা নিজেরাই গুম করেছিল। আজকে গুম-খুনের কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান যাদের বিনা বিচারে হত্যা করেছিল, কোনো বিচার ছাড়া মধ্যরাতে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে। ফাঁসি দেওয়ার জন্য ভোররাতে তোলা হয়। যখন ঘুম থেকে তোলা হতো তখন অনেকে জিজ্ঞাসা করেছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছো? জবাব দেওয়া হয়েছে, আপনার ফাঁসি হবে। পাল্টা প্রশ্ন করেছে, আমার কেন ফাঁসি হবে? কারণ সে তো জানে না, তার বিচার হয়নি। এ রকম বহুজনকে ফাঁসি দিয়েছে। তারা আজকে রাজপথে নেমেছে। সহসা বিএনপির নির্যাতন-অত্যাচার, হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছে, অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে তারাও রাজপথে নামবে।

আমি মনে করি, এই দেশে অপরাজনীতি যদি বন্ধ করতে হয়, এই অপরাজনীতির ধারক-বাহক, বিএনপি-জামায়াত, জঙ্গিগোষ্ঠী, তারা যদি রাজনীতিতে দাপিয়ে বেড়ায় এ অপরাজনীতি কখনো বন্ধ হবে না। যারা এগুলো লালন-পালন করে, পৃষ্ঠ-পোষকতা দেয় তাদের রাজনীতিই বন্ধ হওয়া দরকার। তাহলে অপরাজনীতি বন্ধ হবে, বলেন হাছান মাহমুদ।

তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি। যুক্তরাজ্যের সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তাদের যেহেতু ডমেস্টিক কিছু ল' আছে, সেখানে কিছু কমপ্লিকেশন আছে। যেমন তাদের সঙ্গে চুক্তি, এসব বিষয় সেখানে যুক্ত।

বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, খুনী চক্র বিএনপি নানাভাবে নানা প্রশ্ন তোলে, বিদেশিদের কাছে গিয়ে মানবাধিকারের কথা বলে। ইনডেমনিটি অধ্যাদেশ আইনে রূপান্তর করে যে মানবাধিকার এ দেশে লঙ্ঘিত হয়েছে, জাতির পিতার হত্যার বিচারের পথ বন্ধ করে জিয়াউর রহমান যে মানবাধিকার লঙ্ঘন করেছিলেন; যেভাবে সেনা বাহিনীর অফিসার এবং জোয়ানদের বিনা বিচারে মধ্য রাতে ডেকে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল, যেভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্যাতন করে হত্যা করা হয়েছিল, ২০১৩-১৫ সালে মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছিল, ২০০১ সালে নৌকায় ভোট দেওয়ার অপরাধে গ্রামের পর গ্রাম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে, নির্যাতন করে সংখ্যালঘুদের বাস্তুচ্যুত করা হয়েছিল, যে কারণে লঙ্গরখানা খুলতে হয়েছিল, সেগুলোর জবাব চাই আমরা বিএনপির কাছে।

Comments