২৫ আগস্ট দেশব্যাপী হরতাল সফল করার আহ্বান বাম জোটের

সিপিবি কার্যালয়ে জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে বাম গণতান্ত্রিক জোটের সভা। ছবি: সংগৃহীত

'জ্বালানি তেল, ইউরিয়া সার, গ্যাস, পানি, খাদ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানো, বিদ্যুৎ-গ্যাসের দাম আবারও বৃদ্ধির পাঁয়তারা বন্ধ এবং সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে' আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতাল পালনের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। ‍

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিপিবি কার্যালয়ে জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) বিধান দাস, সিপিবির মিহির ঘোষ, সাজ্জাদ জহিরস চন্দন, বাসদের (মার্কসবাদী) মানস নন্দী, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল শিকদার উপস্থিত ছিলেন।

সভায় চা-শ্রমিকদের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া, বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থার হাতে বেআইনিভাবে আটক ও গুম হওয়া নাগরিকদের ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।

আশুলিয়ার শ্রমিকনেতা কেএম মিন্টুসহ গ্রেপ্তার শ্রমিক নেতাদের মুক্তির দাবিও জানানো হয় এ সময়।

সভায় আগামী ২৫ আগস্ট হরতাল সফল করতে বিভিন্ন জেলায় কেন্দ্রীয় নেতাদের সফরসূচি চূড়ান্ত করা হয়। আগামীকাল ১৯ আগস্ট থেকে নেতারা জেলা সফরে বের হবেন।

সভায় বলা হয়, 'সরকার জনগণের স্বার্থ রক্ষায় শুধু ব্যর্থই নয়, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে মন্ত্রী-আমলারা মানুষের সঙ্গে রসিকতা করে চলেছেন। অথচ লুটের টাকা, বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধারে, দুর্নীতি-দখল দমনে কোনো ভূমিকা নেই। বরং মানুষের ন্যায্য আন্দোলন বাধাগ্রস্ত করা হচ্ছে।'

বাম জোটের নেতারা এই হরতালকে জনগণের হরতাল বলে উল্লেখ করে সরকারের এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলে ২৫ আগস্ট রাজপথে নেমে হরতাল সফল করার আহ্বান জানান।

 

Comments

The Daily Star  | English

Govt plans to include private sector in US tariff talks

Bangladesh is currently reviewing the proposals and will send a response within the next couple of days, Commerce Secretary Mahbubur Rahman told The Daily Star yesterday over the phone.

15h ago