পোশাকশ্রমিকদের মিছিলে পুলিশের বাধা, কাকরাইল মোড়ে অবস্থান

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে বকেয়া বেতনের দাবিতে টিএনজেড কারখানার পোশাকশ্রমিকদের মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ।
বাধা পেয়ে আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে কয়েকশ শ্রমিক।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক দ্য ডেইলি স্টারকে শ্রমিকদের কাকরাইল মোড় অবরোধের তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএনজেড গ্রুপের আটটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেন।
ভবনের সামনে তারা অবস্থান নিয়ে কর্মকর্তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দেন।
দুপুর আড়াইটার দিকে বিক্ষোভরত শ্রমিকরা শ্রম ভবন থেকে যমুনার দিকে মিছিল শুরু করে। মিছিলটি যমুনার দিকে যাওয়ার পথে কাকরাইল মসজিদের কাছে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়।
এরপর শ্রমিকরা সেখানেই রাস্তায় বসে পড়ে এবং বকেয়া দাবিতে স্লোগান দিতে থাকে।
নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিক্ষোভরত এক পোশাকশ্রমিক সাংবাদিকদের বলেন, 'আমরা বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার জন্য শ্রম ভবনের সামনে গত প্রায় ৯ দিন ধরে বিক্ষোভ করছি। কিন্তু কেউ আমাদের সঙ্গে কথা বলতে আসেনি।'
'আমরা ন্যায্য মজুরির দাবিতে এখানে এসেছি। আমরা গরীব মানুষ, আমাদের দোষ কী? আমাদের বেতন নিশ্চিত করুন, তাহলে আমরা বাড়ি ফিরে যাব,' বলেন তিনি।
তিন মাস ধরে বেতন পাননি আরেক শ্রমিক শাহ পরান। তিনি বলেন, 'কর্তৃপক্ষ ৭ মে'র মধ্যে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের কথা রাখেনি।'
'কয়েকদিন ধরে বিক্ষোভ করলেও কেউ আমাদের দাবি শোনেনি। এ কারণে আমরা যমুনার দিকে যেতে বাধ্য হয়েছি। আমাদের বেতন না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না,' বলেন তিনি।
Comments