বাঁশখালীতে উচ্ছেদ অভিযানে যাওয়া বনকর্মীদের ওপর হামলা, আহত ২

বাঁশখালী ইকোপার্ক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শেষে ফেরার পথে বন বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এতে দুই বনকর্মী আহত হয়েছেন। তারা হলেন-বাঁশখালী ইকোপার্কের জুনিয়র ওয়াইল্ড লাইফ অফিসার বিসু কুমার দাস ও ইকোপার্কের অফিস সহকারী মোহাম্মদ আশিক।

আজ মঙ্গলবার দুপুরে পার্কের ভেতরে নয়াপাড়া এলাকায় অভিযান চালানোর পর হামলার শিকার হন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইকোপার্কের ইনচার্জ ইসমাইল হকের নেতৃত্বে বন বিভাগের একটি দল দুপুর ১২টার দিকে পার্কের ভেতরে অভিযান চালায় এবং কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

'অভিযান শেষে অফিসে ফেরার সময় একদল দখলদার লাঠি দিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়। আমরা এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে জানিয়েছি এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি,' বলেন তিনি।

হামলায় আহত বিসু কুমারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

হামলাকারী কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা হামলার খবর পেয়েছি। অভিযানে পাঁচ পুলিশ সদস্য ছিল। তবে তারা কেউ হামলার শিকার হননি।'

ওসি আরও বলেন, 'ভুক্তভোগীদের অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেবো।'

Comments

The Daily Star  | English

Ruined, Gaza hopes for respite

Israeli keeps pounding the Palestinian enclave as hours left for ceasefire to take effect

1h ago