সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

মুস্তাফা জামান আব্বাসী। ছবি: সংগৃহীত

খ্যাতিমান সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই। আজ শনিবার  সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৮৭ বছর।

শিল্পীর মেয়ে শারমিনী আব্বাসী দ্য ডেইলি স্টারকে জানান, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ ভোর সাড়ে ৫টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মুস্তাফা জামান আব্বাসী ছিলেন প্রখ্যাত সংগীত পরিবারের সন্তান। বাবা আব্বাসউদ্দীন আহমদ পল্লিগীতির কিংবদন্তি শিল্পী। চাচা আব্দুল করিম ছিলেন পল্লিগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালির শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল আইনবিশারদ। মোস্তফা কামালের মেয়ে নাশিদ কামালও একজন কণ্ঠশিল্পী। বোন ফেরদৌসী রহমান দেশের প্রথিতযশা সংগীতজ্ঞ।

মুস্তাফা জামান আব্বাসী ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোরকাল কলকাতায় কাটে।

তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং ১৯৬০ সালে এমএ পাস করেন।

তিনি বেতার ও টেলিভিশনে সংগীতবিষয়ক বেশকিছু অনুষ্ঠান পরিচালনা করেছেন। তিনি কলাম লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Dalai Lama says he will have successor after his death

According to Tibetans, he is the 14th reincarnation of the Dalai Lama

12m ago