স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব

কথা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ছবি: ভিডিও থেকে নেওয়া

এ বছর স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানিয়েছেন।

আজ রোববার মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেন, 'গতবার কুচকাওয়াজ হয়নি, এবারও হচ্ছে না। আমরা এখন একটা যুদ্ধাবস্থায় আছি, আনন্দ করার মেজাজে নেই।'

তিনি বলেন, 'আজকের বৈঠকে মোটামুটি গতানুগতিক কিছু সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন, রমজান চলছে, ঈদের ছুটি আছে এবং সামনে ২৬শে মার্চ একসঙ্গে পড়েছে। আমরা নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি।'

নাসিমুল গনি বলেন, 'ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা করা দরকার, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ করা হয়েছে। শ্রমিকদের বেতন যেন নির্ধারিত সময়ে দেওয়া হয়, সেটা আমরা নিশ্চিত করার জন্য বলেছি।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কোনো নিরাপত্তা ঝুঁকি দেখছি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। পুলিশ শক্ত হয়েছে কাজ চলছে। উই ডু নট সি অ্যানি থ্রেটস।'

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

2h ago