চান্দিনায় আগুনে পুড়ল একশ দোকান
কুমিল্লার চান্দিনায় আগুন লেগে প্রায় একশ দোকান আগুনে পুড়ে গেছে। গতরাতে চান্দিনার মাধাইয়া বাজারে এই ঘটনা ঘটে।
চান্দিনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অনিল কুমার ঘোষ জানান, বাজারের দোকানগুলো বাঁশ ও কাঠের তৈরি বলে খুব দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। চান্দিনা, দাউদকান্দি ও কুমিল্লা সদর ফায়ারের স্টেশনের মোট ছয়টি ইউনিট ছয় ঘণ্টার চেষ্টায় আগুনকে নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো ঘটনা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রগুলো জানায়, একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খুব দ্রুত আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
Comments