চট্টগ্রামে বকেয়া দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা।
আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সকাল সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল।
এদিকে সড়ক অবরোধ করা ওই এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
কারখানার অপারেটর তাসলিমা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত দুই মাস ধরে আমরা বেতন ও ওভারটাইম পাচ্ছি না।'
'আমরা কোম্পানির মালিকদের সঙ্গে বৈঠক করেছি, তারা বলেছিল ২৯ জানুয়ারি বকেয়া পরিশোধ করা হবে। কিন্তু কারখানা এখনো আমাদের বেতন পরিশোধ করেনি,' বলেন তিনি।
তার ভাষ্য, 'মালিকপক্ষ বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।'
জানতে চাইলে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল হোসেন বলেন, 'শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।'
এ বিষয়ে জানতে আনোয়ারা ড্রেস মেকারসের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।
Comments