দেশব্যাপী পালিত হচ্ছে সরস্বতী পূজা

আজ সোমবার হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে। ছবিটি আজ সকালে ঢাবির জগন্নাথ হল থেকে তোলা। ছবি: প্রবীর দাশ/স্টার

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে। সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। দিনটিকে বলা হয় 'বসন্ত পঞ্চমী'।

সরস্বতী, সরস্বতী পূজা, হিন্দু সম্প্রদায়, জগন্নাথ হল,
সকাল থেকে জগন্নাথ হলের মাঠে হাজির হন ভক্তরা। ছবি: প্রবীর দাশ/স্টার

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের মাঠে পূজা দিতে এসেছিলেন ঢাবি শিক্ষার্থী সুস্মিতা সেন। তিনি বলেন, 'সকালে এসে অঞ্জলী দিয়েছি। এরপর চরণামৃত নিয়ে কিছু খাব। গতকাল রাত থেকে উপোস আছি।'

সরস্বতী, সরস্বতী পূজা, হিন্দু সম্প্রদায়, জগন্নাথ হল,
সরস্বতী পূজার দিনে শিশুদের বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং এই রীতিকে ‘হাতেখড়ি’ বলা হয়। ছবি: প্রবীর দাশ/স্টার

লালমাটিয়া থেকে আসা শুভাশীষ ঘোষ বলেন, 'আমি পরিবার নিয়ে প্রতিবছর এখানে আসি। এবারও এলাম। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে নিয়মিত পূজা করা হতো। সেই অভ্যাস এখনো থেকে গেছে।'

সরস্বতী, সরস্বতী পূজা, হিন্দু সম্প্রদায়, জগন্নাথ হল,
সনাতনী রীতি অনুযায়ী, দেবী সরস্বতী শক্তি, সৃজনশীলতা ও অনুপ্রেরণার প্রতীক। ছবি: প্রবীর দাশ/স্টার

ঐতিহ্যগতভাবে সরস্বতী পূজার দিনে শিশুদের বর্ণমালার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং এই রীতিকে 'হাতেখড়ি' বলা হয়। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে সরস্বতী পূজায় অনেক শিশু 'হাতেখড়ি' নিয়েছে। এসময় শিশুদের হাতে স্লেট ও চক তুলে দেওয়া হয়।

সরস্বতী, সরস্বতী পূজা, হিন্দু সম্প্রদায়, জগন্নাথ হল,
জগন্নাথ হলের মাঠে ঢাকার বিভিন্ন এলাকার সনাতনধর্মালম্বী শিক্ষার্থীরা অঞ্জলী দিতে আসেন। ছাবি: প্রবীর দাশ/স্টার

বিভিন্ন মন্দির, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এই উৎসবের আয়োজন করে থাকে। এসময় সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা জ্ঞান, শিল্প, সংগীত ও সংস্কৃতি সাধনায় দেবী সরস্বতীর আশীর্বাদ প্রার্থনা করেন।

সরস্বতী, সরস্বতী পূজা, হিন্দু সম্প্রদায়, জগন্নাথ হল,
ঢাবির জগন্নাথ হল মাঠে সরস্বীতি পূজা উপলক্ষে ভক্তদের ভিড়। ছবি: প্রবীর দাশ/স্টার

সনাতনী রীতি অনুযায়ী, দেবী সরস্বতী শক্তি, সৃজনশীলতা ও অনুপ্রেরণার প্রতীক।

Comments

The Daily Star  | English

Wave of attacks targets houses, businesses of AL leaders

Demolition work on Dhanmondi-32 was on going till filing of this report at 1:30am

25m ago