টোকিওতে সরস্বতী পূজা উদযাপন

জাপানের টোকিওতে গত ২ ফেব্রুয়ারি সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। টোকিওর কাৎসুশিকা ওয়ার্ডের একটি পাবলিক হলে স্থাপিত অস্থায়ী মণ্ডপে এই পূজা উদযাপিত হয়।

পূজার আয়োজন করে সার্বজনীন পূজা কমিটি জাপান।

পূজার দিন সকালে টোকিওর আবহাওয়া প্রতিকূল থাকলেও দূর-দূরান্ত থেকে প্রায় দেড় শতাধিক মানুষ মণ্ডপে সমবেত হয়ে বিদ্যার দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মণ। তিনি সপরিবারে পুষ্পাঞ্জলি দেন এবং রাষ্ট্রদূতের পক্ষ থেকে উপস্থিত সবাইকে পূজার শুভেচ্ছা জানান।

আয়োজন শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা কমিটির সাধারণ সম্পাদক রতন বর্মণ ও সাংগঠনিক সম্পাদক তপন ঘোষ এবং গত দুর্গাপূজার আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কমিটির কোষাধ্যক্ষ ড. অতনু সাহা। পূজা কমিটির উপদেষ্টা বিপ্লব সাহা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা পর্বের পরিসমাপ্তি টানেন।

এবারের পূজার বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রতিমা দিয়ে পূজা এবং ছোট ছোট নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা, গান ও আবৃত্তি। এ ছাড়া, শিশুরা ভক্তিমূলক গান ও কীর্তন পরিবেশন করে।

সন্ধ্যা আরতি ও মিষ্টি মুখের মধ্য দিয়ে শেষ হয় পূজার আয়োজন।

Comments