কর্মবিরতি প্রত্যাহারের পর শুরু হয়েছে ট্রেন চলাচল

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর সারাদেশে রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল থেকে রেলের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।'

তবে কিছু ট্রেন দেরি হতে পারে কারণ ধর্মঘটের কারণে কর্মস্থল ছেড়ে যাওয়া অনেক কর্মীর কর্মস্থলে ফিরে আসতে কিছুটা সময় লাগবে বলে তিনি জানান।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।

সকাল সোয়া ১০টা পর্যন্ত প্রায় ১০টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে বলে তিনি জানান।

কিছু ট্রেন দেরিতে চলছে বলেও জানান তিনি।

Comments