পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ট্রেন চলবে না: রেলমন্ত্রী
রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন পুনরায় চালু করবে না।
আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে এ কথা বলেন তিনি।
তবে কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে এবং রেল চলাচল পুনরায় চালু করা যাবে তা তিনি বলতে পারেননি।
'আমরা আমাদের ট্রেন, কোচ ধ্বংস করার সুযোগ দিতে পারি না। পরিস্থিতির উন্নতি হলে সব ট্রেন চালু করা হবে', বলেন তিনি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর গতকাল বুধবার দ্য ডেইলি স্টার এবং অন্যান্য গণমাধ্যমকে বলেছিলেন, বৃহস্পতিবার থেকে খুব সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেনগুলো আবার চালু করা হবে।
কিন্তু গতকাল রাতে রেলওয়ে কর্তৃপক্ষ পরিকল্পনা থেকে পিছিয়ে আসে এবং ট্রেন পরিষেবা পুনরায় চালু না করার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, সচিব হয়তো 'সবদিক বিবেচনা না করেই' কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বিদেশ সফর শেষে গতকাল সন্ধ্যায় দেশে ফিরেছেন রেলমন্ত্রী ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক।
Comments