বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ৩ ট্রেনের টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

মৈত্রী এক্সপ্রেস। ফাইল ফটো

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ৩ ট্রেনের টিকিট বিক্রি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে।

এর মধ্যে মৈত্রী এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেসের টিকিট রাজধানীর কমলাপুর এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিক্রি হবে।

এছাড়া বন্ধন এক্সপ্রেসের টিকিট খুলনা ও যশোর রেলওয়ে স্টেশন থেকে বিক্রি করা হবে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে এসব টিকেট বিক্রি শুরু হবে বলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) নাহিদ হোসেন খান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

সোমবার রেল ভবনে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তারিখের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

করোনা মহামারির কারণে ২ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৯ মে থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আবার ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

মিতালী এক্সপ্রেস ১ জুন থেকে চালু হবে।

২০২০ সালের মার্চে রেল যোগাযোগ বন্ধ হওয়ার আগে মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৫ দিন এবং বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা রুটে সপ্তাহে ২ দিন চলত।

মিতালি এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে সপ্তাহে ৪ দিন (এনজেপি) চলাচল করবে।

রেল মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রী নুরুল ইসলাম সুজন এ মাসের শেষ দিকে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। সে সময় তিনি ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে যৌথভাবে নয়াদিল্লির রেল ভবন থেকে মিতালী এক্সপ্রেস চলাচলের উদ্বোধন করবেন।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

1h ago