ঠাকুরগাঁও সীমান্তে আটক মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক এক নারী ও তার ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনির উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর সীমান্তের শূন্যরেখায় বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা নিরালা বালা (৩৯) ও তার ছেলে আকাশ রায় (২১) জেলার রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা।
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শনিবার রাত ৮টার দিকে ওই দুজনকে থানায় সোপর্দ করা হয়। ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Comments