জয়পুরহাট সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাধা দেওয়ায় বেড়া নির্মাণ সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, ভোরে ঘন কুয়াশার মধ্যেই পাঁচবিবি উপজেলার চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক শূন্যরেখা থেকে মাত্র ২০ গজ ভেতরে বেড়া নির্মাণের কাজ শুরু করে।
বিজিবি হাটখোলা সীমান্ত চৌকির সদস্যরা বিষয়টি লক্ষ করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করতে বিএসএফকে বাধ্য করে।
আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ বাইরে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে।
২০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, 'শূন্যরেখার এত কাছে বেড়া নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের একটি স্পষ্ট উদাহরণ। বিজিবি তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়ে এ ঘটনাকে প্রতিহত করেছে।'
'আমরা বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়েছি,' জানান তিনি।
Comments