প্রশ্নফাঁস: পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধভাবে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তাদের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন।
মামলার এজাহারে বলা হয়, আবেদ ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি ৮৮ লাখ টাকা জমা ও ২০ কোটি ৪১ লাখ টাকা উত্তোলনসহ ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত তিন কোটি ৭৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
শিল্পীর বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক হিসাবে এক কোটি ৭৯ লাখ টাকা জমা এবং এক কোটি ৭৮ লাখ টাকা উত্তোলনের তথ্য মিলেছে, যাসহ মোট সন্দেহজনক লেনদেনের পরিমাণ তিন কোটি ৫৬ লাখ টাকা।
সিয়ামের বিরুদ্ধে বৈধ আয়ের উৎস বহির্ভূত তিন কোটি ৩০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তার কর্মকাণ্ডের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
Comments