টেকনাফে ১৮ শ্রমিককে অপহরণ
কক্সবাজারের টেকনাফে বন বিভাগের নার্সারিতে কাজ করার সময় অন্তত ১৮ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (টেকনাফ ও উখিয়া) মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, সোমবার সকাল ৯টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
তিনি জানান, অন্যান্য দিনের মতো সকালে ২১ জন শ্রমিক আগাছা পরিষ্কার করতে যান। তাদের মধ্যে ১৮ জনকে অপহরণ করা হয় এবং বাকি তিন জন অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসতে পেরেছেন।
অপহৃতদের মধ্যে আরও একজন থাকতে পারেন যিনি অন্যদের সাথে নার্সারিতে গিয়েছিলেন, তাকেও অপহরণ করা হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
পালিয়ে আসা তিন শ্রমিকের বরাত দিয়ে তিনি বলেন, অন্যদের বন্দুকের মুখে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
Comments