‘ইয়াবা বদি’র ম্যানেজার জাফর বাসাবো থেকে আটক

র‌্যাবের হাতে আটক ইয়াবা বদির ম্যানেজার জাফর আহম্মদ। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক চোরাকারবারি টেকনাফের আব্দুর রহমান বদি ওরফে ইয়াবা বদির ম্যানেজার এবং টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান জাফর আহম্মদকে আটক করেছে র‌্যাব।

আজ শুক্রবার রাতে রাজধানীর পূর্ব বাসাবো এলাকার একটি বাসায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের বিরুদ্ধে হামলার নেতৃত্বে ছিলেন জাফর। গত ৫ আগস্ট সরকার পতনের পরপর টেকনাফের ঝর্না চত্বর এলাকায় ছাত্র-জনতার ওপর জাফরের নেতৃত্বে নির্বিচারে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলার সময় তাদের হাতে দুটি শর্টগান ও একটি পিস্তল দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা যায়। 

গত ১৮ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি জাফর। এই মামলার প্রধান আসামি বদি ইতোমধ্যে র‌্যাবের হাতে আটক হয়েছে। 

র‌্যাব আরও জানায়, গত ৫ আগস্ট রাতে টেকনাফে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাফর এবং তার তিন ছেলের নেতৃত্বে টেকনাফের আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন ও আব্দুল্লাহ ব্রাদার্স ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসব ঘটনায় পৃথকভাবে তিনটি মামলার করা হয়, যার সবকয়টিতেই জাফরকে আসামি করা হয়েছে। 

জাফরের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও দুদকের মামলাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। কয়েকটি মামলায় তিনি জামিনে থাকলেও অধিকাংশ মামলাই বিচারাধীন।

Comments

The Daily Star  | English

Al Bakhera killings: Water transport workers call for indefinite strike

Bangladesh Water Transport Workers Federation rejects ‘sole killer’ claim, demands arrest of real culprits, safety of all workers

32m ago