বাংলাদেশ-ভারতকে শান্তিপূর্ণ উপায়ে মতবিরোধ দূর করার আহ্বান জানাল ওয়াশিংটন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ফাইল ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ফাইল ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশের মধ্যে যেসব বিষয়ে মতবিরোধ রয়েছে, তা শান্তিপূর্ণ উপায়ে নিরসনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার

বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক সফর নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, 'আমরা চাই সংশ্লিষ্টরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় নিজেদের মতবিরোধ দূর করুক।'

বাংলাদেশ সফরে এসে বিক্রম মিশ্রি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক।

 

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

34m ago