অপরাধীদের পাশাপাশি ভুয়া মামলা দায়েরকারীদেরও ছাড় দেওয়া যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ছবি: সংগৃহীত

নিরপরাধ ব্যক্তিরা যেন শাস্তি না পায়, সে বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, 'অপরাধ করলে দোষীকে যেমন ছাড় দেওয়া যাবে না, একইভাবে ভুয়া মামলা দায়েরকারীদেরও ছাড় দেওয়া যাবে না। উভয়কেই আইনের আওতায় আনতে হবে।'

তিনি আরও বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব সন্তোষজনক পর্যায়ে না পৌঁছালেও পরিস্থিতির ক্রমোন্নয়ন ঘটছে। হয়তো জনগণ যত দ্রুত চাচ্ছে, তত দ্রুত এর উন্নয়ন হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন ঘটাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে।'

আগস্টে থানা থেকে অস্ত্র লুট হওয়ার পর যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার আশানুরূপ হয়নি উল্লেখ করে তিনি বলেন, 'এর সঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পর্ক রয়েছে।'

অস্ত্র উদ্ধার কার্যক্রম আরও বেগবান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'কেউ অপরাধ করলে মব জাস্টিসের নামে তাকে শাস্তি দেওয়া যাবে না। অপরাধীকে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কাছে সোপর্দ করতে হবে।'

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'যুব সমাজের মধ্যে মাদকের প্রবণতা দিন দিন বাড়ছে। মাদক গ্রহণের মাধ্যমে যুব সমাজের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।'

তিনি বলেন, 'আমাদের উন্নয়নের আরেকটি অন্তরায় দুর্নীতি নামক মহাব্যাধি। এটি রোধ করা ছাড়া সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। মসজিদের ইমামদেরকেও তাদের খুতবায় এ বিষয়টি নিয়মিত গুরুত্বের সঙ্গে আলোকপাত করতে হবে।'

 

Comments

The Daily Star  | English

4 killed in clash over control of Ijtema ground

The clash erupted between the followers of Zobayer and Saad around 3:00am, the Tongi West Police Station's OC said

7h ago