এমন জঘন্য অপপ্রচার কেবল ভারতীয় মিডিয়াই করতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'আমরা কোনো ধরনের হুমকির মুখে নেই। আমাদের সার্বভৌমত্ব কোনো ধরনের হুমকির মুখে নেই। আপনারা, আমরা সবাই একসঙ্গে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ করবো।'

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত পরিস্থিতি অন্যান্য সময়ের মতো একই অবস্থায় আছে। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে।'

অপপ্রচারের জবাব 'সত্য প্রকাশের' মধ্য দিয়ে দেওয়ার জন্য দেশীয় গণমাধ্যমকে আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'অন্য দেশের প্রতি এমন জঘন্য অপপ্রচার কেবল ভারতীয় মিডিয়াই করতে পারে। অন্য কোনো দেশের মিডিয়া এমনটা পারে না। আমরা সবাই মিলে এর প্রতিবাদ জানাবো।'

বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো উদ্বেগজনক পরিস্থিতিতে নেই মন্তব্য করে তিনি বলেন, 'কোনো উদ্বেগ বা আশঙ্কা নেই। ওরা বাকযুদ্ধ করে যাচ্ছে। আমরা সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে এর প্রতিবাদ করে যাবো। এই মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তখন তাদের মুখেই চুনকালি পড়বে। বিশ্ব মিডিয়া এসব গ্রহণ করবে না।'

এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমার মনে হয়, ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়) দেশেই শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন, এ জন্যই বলছেন। ওনার দেশের জায়গায় আমাদের দেশের নাম বলেছেন। ওনার দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে।'

সরকার যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, তার মাধ্যমে দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, 'একটি দুর্যোগ পরবর্তী সময়ে আগের অবস্থায় ফিরে আসতে সময় দিতে হয়। সঙ্গে সঙ্গে আগের অবস্থা ফিরে আসে না। কিছু সময় দিতে হয়। ৫ আগস্টের পর যে পরিস্থিতি তৈরি হলো, এখন তো তারচেয়ে উন্নতি হয়েছে।'

প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে সংলাপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা যখন সবাই একসঙ্গে হবো, সেটার অবশ্যই একটি ইতিবাচক প্রভাব পড়বে। কোনো সমস্যায় আমরা সবাই একসঙ্গে কাজ করবো, একসঙ্গে অন্যায়ের প্রতিবাদ করবো। এটা খুবই ভালো দিক।'

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'দেশে বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৫ হাজার। ভবিষ্যতে এর সংখ্যা ৬২ হাজারে উন্নীত করা হবে। প্রতি বছরই আমরা স্বেচ্ছাসেবক সংখ্যা বাড়াবো। দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকরা সর্বদা তৎপর থাকে। দেশ ও জাতির স্বার্থে ফায়ার সার্ভিস সবসময় প্রস্তুত আছে।'

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ ফায়ার সার্ভিসের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks snag on women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

1h ago